Brainmindia

News

New Garment Distribution Program (Organized by “Oyster India” Trust) | Dr. Jakir Hossain Laskar (Secretary, Oyster India)

গত 22 শে জানুয়ারি (শুক্রবার) 2021, “অয়েস্টার ইন্ডিয়া” সোশ্যাল ট্রাস্ট ও “ভ্যালু টুডে” পত্রিকার উদ্যোগে সংঘটিত হলো নতুন কম্বল বিতরণ অনুষ্ঠান। মধ্য কলকাতার ফিয়ার্স লেন মসজিদের সামনে শুক্রবারের জুম্মা-র নামাজের পর বেলা 1 টা থেকে আমাদের টিম কাজ শুরু করে। এছাড়া, গত 25 শে জানুয়ারি (সোমবার) উত্তর কলকাতার রাম মন্দিরের সামনে সন্ধ্যে 6 টা থেকে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মসজিদ ও মন্দির কমিটির সহৃদয় কর্মকর্তারা আমাদের সবরকম ভাবে সহযোগিতা করেছেন। এজন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। জাতি-ধর্ম নির্বিশেষে দুটি এলাকার দরিদ্র নারী-পুরুষের হাতে আমাদের সীমিত সামর্থ্য নিয়ে কিছু মানুষকে নতুন কম্বল ও কিছু শুকনো খাবার তুলে দিতে পেরে আমরা ধন্য। যাঁরা আমাদের এই সামান্য দান গ্রহণ করে আমাদেরকে আশীর্বাদ করেছেন, তাঁদের সবাইকে হৃদয়ের অন্ত:স্থল থেকে জানাই প্রণাম ও সালাম।

Scroll to Top
Call Now Button